বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা 

নাটোর প্রতিনিধি

নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা 

নাটোরে আগামী ১ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ মে) জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে নাটোরে কর্মরত জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান। ক্যাম্পেইনের নানা বিষয় নিয়ে সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. মো. রাসেল। কর্মশালায় জানানো হয় জেলার ১৩৮৮ টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৮ হাজার ৫৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। 

সেখানে ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. মশিউর রহমান জানান, নাটোর পৌরসভাসহ ৭টি উপজেলার ৫২টি ইউনিয়নে একযোগে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন সফল করতে জেলার সবকটি মসজিদে ও অন্য উপাসনালয়ে মাইকিং করে সাধারণ মানুষদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

এছাড়াও ক্যাম্পেইনের আগের দিন পৌরসভা ও অন্য ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে মাইকের মাধ্যমে অবহিতকরণ প্রক্রিয়া চালু থাকবে। তাছাড়াও রেলস্টেশন, হরিশপুর বাস স্ট্যান্ড ও ভবানিগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ক্যাপসুল খাওয়ানো হবে।

টিএইচ